রংপুর মেডিকেল কলেজ, বাংলাদেশের উত্তর বঙ্গের রংপুর জেলায় অবস্থিত একটি সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়। এটি ১৯৭০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। রাজধানী ঢাকা হতে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি রংপুর শহরের ধাপ এলাকার জেল রোডে জেলা কারাগারের বিপরীতে অবস্থিত। রংপুর মেডিকেল কলেজ এর মূল ক্যাম্পাস এবং হাসপাতালের আয়তন প্রায় ৭৬০০ বর্গমিটার।
রংপুর মেডিকেল কলেজ কোথায় অবস্থিত
বাংলাদেশের মধ্যে যতো গুলো মেডিকেল কলেজ রয়েছ তার মধ্যেঅন্যতম এটি একটি। এই মেডিকেল কলেজের ক্যাম্পাস টি বাংলাদেশের রংপুরের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত। এই কলেজটি রাজশাহী থেকে ২১০ কিলোমিটার ও ঢাকা থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত। কুড়িগ্রাম সদর থেকে ৫৩ কিলোমিটার দূরত্ব। এই মেডিকেল কলেজটি আন্তঃদেশীয় রংপুর সদর (সৈয়দপুর-নীলফামারী) মহাসড়কের পাশে অবস্থিত।
রংপুর মেডিকেল কলেজ
রংপুর মেডিকেল কলেজ ১৯৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রথম ব্যাচে শিক্ষার্থী ছিলো ৫০ জন যা বতর্মানে ১৭৫ জন। দক্ষিণ এশিয়ার দেশ সমুহের জন্য প্রতি বছর ১০টি আসন সংরক্ষিত থাকে যেমন ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
রংপুর মেডিকেল কলেজের অফিস সম্পর্কিত
উত্তর বঙ্গের একটি ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান। এটি ৬৫ একর জমির উপর প্রতিষ্ঠিত। এই মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় ১৯৬৬ সালে। এর পর ১৯৭৬ সালের ১৯ শে র্মাচ তৎকালীন সরকারের স্থাস্হ্য বিষয়ক উপদেষ্টা জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ ইব্রাহিম এই হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তখন থেকেই এই হাসপাতালের সেবা কার্য্যক্রম শুরু হয়। এই হাসপাতালের শয্যা সংখ্যা ১০০০ টি। এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবাকার্য্যক্রমকে কয়েকভাগে ভাগ করা যায়। যেমনঃ ইনডোর বিভাগ, আউটডোর বিভাগ , জরুরী বিভাগ ও এ্যাম্বুলেন্স সার্ভিস। এছাড়াও ডায়রিয়া ট্রেনিং ইউনিট, ইপিআই প্রোগ্রাম, ইওসি কার্য্যক্রম, ডটস কর্ণার, এম,আর ক্লিনিক, মডেল ফ্যামিলি প্লানিং ক্লিনিক, ব্রেষ্ট ফিডিং সেন্টার , সমাজ সেবা কার্য্যক্রম ইত্যাদি। এই হাসপাতালটি অত্র এলাকার ৮ টি জেলার বিপুল পরিমান দুস্থ জনগনের সেবা কার্য্যক্রমের জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে।
ইতিহাস
তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের গভর্নর জেনারেল মোনায়েম খান, পূর্ব পাকিস্তানে আধুনিক চিকিৎসার প্রয়োজনীয়তা বৃদ্ধির সাথে সাথে ১৯৬৬ সালে ৫০০ শয্যা বিশিষ্ট রংপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পর্বতীতে এটি ১০০০ শয্যা বিশিষ্ট করা হয়।
One reply on “রংপুর মেডিকেল কলেজ কোথায় অবস্থিত”
[…] আরও পড়ুনঃ রংপুর মেডিকেল কলেজ কোথায় অবস্থিত […]