Categories
মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ কোথায় অবস্থিত

বাংলাদেশে যতো গুলো মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের একটি সরকারি মেডিকেল কলেজ। এটি কোথায় অবস্থিত সেটি নিয়ে আলোচনাক করবো। এই কলেজটি ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়। এখন এই প্রতিষ্ঠনটি বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় চিকিৎসাবিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজ থেকে স্নাতক পর্যায়ে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস ও স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ডিগ্রি প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত

ঢাকা মেডিকেল কলেজ কোথায় অবস্থিত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটি ঢাকার শাহাবাগ এ অবস্থিত। এটি শাহাবাগ থানার, শাহবাগমোড়ে জাতীয় জাদুঘরের উত্তরে এই হাসপাতালটির অবস্থান। এই মেডিকেল কলেজটিতে মোট পাঁচটি বহুতল ভবন রয়েছে; ব্লক এ, বি, সি, ডি এবং কেবিন ব্লক। এই মেডিকেল বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষা,গবেষণা এবং চিকিৎসা সমান্তরাল ভাবে চলে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত

ব্লক- এ
এই ভবনটিতে কি কি আছে তা যানবো এ- ব্লকটি সাত তলা বিশিষ্ট,লাইব্রেরী, এখানে আছে অডিটোরিয়াম, লেকচার থিয়েটার, হাসপাতালের রেকর্ড শাখা, ছাত্র হোস্টেল, ডেন্টাল অনুষদ এবং ব্লাড ট্রান্সফিউশন বিভাগ।

ব্লক- বি
এই ব্লকটি ছয় তলা ভবন, এর পূর্ব অংশে উপাচার্যের অফিস, কন্ট্রোলার অফিস, প্রশাসনিক বিভিন্ন অফিস, অভ্যর্থনা কেন্দ্র, কনফারেন্স হল, রেডিওলজি বিভাগ, ডিজিটাল লাইব্রেরী, রক্ষণাবেক্ষণ কেন্দ্র, হাসপাতালের রন্ধন কেন্দ্র, এন্ডোসকপি কক্ষ, এমআরআই কক্ষ ও সিটি স্ক্যান এবং কর্তব্যরত চিকিৎসক এবং সেবিকাদের থাকার ব্যবস্থা রয়েছে।

এই ব্লকের পশ্চিম অংশ নয় তলা বিশিষ্ট ভবন, এটিতে রয়েছে এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্র, ফার্মাকোলজি, প্যাথলজি, হেমাটোলজি, ভাইরোলজি এবং মাইক্রোবায়োলজিসহ প্রায় সবগুলো বিভাগের অবস্থান এই ভবনটিতে। এখানে ওয়ানস্টপ ল্যাববেরটরী সেবাও দেয়া হয় বি ব্লকের নিচ তলা থেকে।

ব্লক-সি
এর পরে ১০ তলা ভবন নিয়ে সি ব্লকটি হচ্ছে মূল হাসপাতাল ভবন। এই হাসপাতাল পরিচালকের অফিসসহ পরিচালকের অন্যান্য অফিস, টেলিফোন এক্সচেঞ্জ, অভ্যর্থনা কেন্দ্র, পিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট, পিডিয়াট্রিকস, নবজাতক বিভাগ, পিডিয়াট্রিক নিউরোলজি, অফথালমোলজি, নাক, কান, গলা, অবস্টেট্রিকস এবং গাইনিকোলজি, সার্জারি, লিথোট্রিপসি কক্ষ, হেপাটোবিলিয়ারি সার্জারি, এনেসথিওলজি, পেইন ক্লিনিক, অপারেশন থিয়েটার, ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ডের অবস্থান এই সি ব্লকে।

ব্লক-ডি
এই ব্লক টি আঠারো তলা ভবন নিয়ে এর অবস্থান; ভবনটি এখনো নির্মাণাধীন। ক্যাজুয়ালটি বিভাগ, জরুরি বিভাগ, অবস্টেট্রিক ও গাইনিকোলজি ইমার্জেন্সী, কার্ডিয়াক ইমার্জেন্সী, অর্থোপেডিকস ইমার্জেন্সী, কার্ডিওলজি, হেপাটোলজি, পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারলজি, অর্থোপেডিকস, সাইকিয়াট্রি, গ্যাস্ট্রোএন্টারলজি, হেমাটোলজি, মেডিসিন এবং অনকোলজি বিভাগের অবস্থান এই ব্লকে।

এছাড়া এই মেডিকেলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের যৌথ উদ্যোগে গড়ে তোলা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিনের অবস্থানও এই ব্লকে। এবং কম্পিউটারাইজড আলট্রাসনোগ্রাফি, গামা ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে রোগ নির্ণয়ের ব্যবস্থা আছে এখানে।

এই সবগুলো ক্যাজুয়ালটি ডিপার্টমেন্ট, নিউরোসার্জারি, মেডিসিন বহির্বিভাগ, সার্জারি, গ্যাস্ট্রোএন্টারলজি, হেমাটোলজি, হেমাটোলজি, সাইকিয়াট্রি, পিডিয়াট্রিক সার্জারিএবং হাসপাতালের ডিসপেনসারি আলাদা একটি কমপ্লেক্সে অবস্থিত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফোন নাম্বার

ফোন: +৮৮-০২-৯৬৬১০৫১-৫৬, +৮৮-০২-৯৬৬১০৫৮-৬০,

+৮৮-০২-৮৬১৪৫৪৫-৪৯ +৮৮-০২-৮৬১২৫৫০-৫৪

ওয়েব সাইট: www.bsmmu.org

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কোন থানায় অবস্থিত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাহবাগ থানায় অবস্থিত। শাহবা মোড়ে জাতীয় যাদু ঘরে উত্তরে এটি অবস্থিত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের তালিকা

ঢাকা মেডিকেল কলেজের শুরু থেকে এখন পযন্ত যারা দায়িত্ব প্লন করেছেন, সেই সব অধ্যক্ষর দের তালিকা। তার মধ্যে প্রথম অধ্যক্ষ ডা. মেজর উইলিয়াম জন ভারজিন

ক্রম
নাম
মেয়াদকাল
০১ ডা. মেজর উইলিয়াম জন ভারজিন ০১.০৭.১৯৪৬ ১৪.০৮.১৯৪৭
০২ ডা. লে. কর্নেল এডওয়ার্ড জর্জ মন্টোগোমেরি ১৫.০৮.১৯৪৭ ১৯.০৭.১৯৪৮
০৩ অধ্যাপক টি আহমেদ ১৯.০৭.১৯৪৮ ০১.০১.১৯৫২
০৪ ডা. কর্নেল এম কে আফ্রিদি ০১.০১.১৯৫২ ২০.০৩.১৯৫৩
০৫ অধ্যাপক নওয়াব আলী ২১.০৩.১৯৫৩২১.০৩.১৯৫৩ ১০.০৪.১৯৫৪
০৬ অধ্যাপক এ কে এম এ ওয়াহেদ <১১.০৪.১৯৫৪/td> ২০.০১.১৯৫৫
০৭ অধ্যাপক নওয়াব আলী ২১.০১.১৯৫৫ ০১.০২.১৯৫৭
০৮ অধ্যাপক মো. রেফাত উল্লাহ ০১.০২.১৯৫৭ ০১.০৯.১৯৫৮
০৯ অধ্যাপক হাবিব উদ্দীন আহমেদ ০২.০৯.১৯৫৮ ০৪.০৬.১৯৫৯
১০ ডা. লে. ক. এম এম হক ০৪.০৬.১৯৫৯ ১১.০৯.১৯৬৩
১১ অধ্যাপক এ কে এস আহমেদ ৯.০৯.১৯৬৩ ২৮.১২.১৯৬৩
১২ ডা. গোলাম কিবরিয়া ২৮.১২.১৯৬৩ ০৮.০২.১৯৬৪
১৩ ডা. লে. ক. বোরহানুদ্দীন ০৯.০২.১৯৬৪ ২৭.০১.১৯৬৯
১৪ অধ্যাপক কে এ খালেদ ২৭.০১.১৯৬৯ ৩০.১২.১৯৭০
১৫ ডা. সাইফুল্লাহ ০১.০১.১৯৭১ ২০.০৫.১৯৭১
১৬ অধ্যাপক এম আর চৌধুরী ২৫.০৫.১৯৭১ ০২.০৭.১৯৭৪
১৭ অধ্যাপক এম এ জলিল ০৩.০৭.১৯৭৪ ০৬.০৫.১৯৭৬
১৮ অধ্যাপক এম এ কাশেম ০৭.০৫.১৯৭৬ ০১.১০.১৯৭৮
১৯ অধ্যাপক মো. শহীদুল্লাহ ০২.১০.১৯৭৮ ২৫.১১.১৯৮০
২০ অধ্যাপক মাজহারুল ইমাম ২৫.১১.১৯৮০ ০১.১০.১৯৮১
২১ অধ্যাপক এম এ মাজেদ ০১.১০.১৯৮১ ০২.০৭.১৯৮২
২২ অধ্যাপক এম আই চৌধুরী ০২.০৭.১৯৮২ ৩১.০১.১৯৮৫
২৩ অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম ১.০১.১৯৮৫ ১৩.১২.১৯৮৬
২৪ অধ্যাপক ওয়ালিউল্লাহ ৩.১২.১৯৮৬ ৩০.০১.১৯৯০
২৫ অধ্যাপক এম. কবিরউদ্দীন আহমেদ ৩১.০১.১৯৯০ ৩০.০৩.১৯৯১
২৬ অধ্যাপক জওয়াহুরুল মাওলা চৌধুরী ৩০.০৩.১৯৯১ ১৪.০১.১৯৯৫
২৭ অধ্যাপক মো. শফিউল্লাহ ১৪.০১.১৯৯৫ ২২.০১.১৯৯৫
২৮ অধ্যাপক এম এ হাদী ২২.০১.১৯৯৫ ৮.০৭.১৯৯৬
২৯ অধ্যাপক এ বি এম আহসান উল্লাহ ১৮.০৭.১৯৯৬ ১৯.০৯.১৯৯৯
৩০ অধ্যাপক এ কে এম শহীদুল ইসলাম ১৯.০৯.১৯৯৯ ২৯.০৮.২০০১
৩১ অধ্যাপক মো. আবদুল কাদির খান ২৯.০৮.২০০১ ১৫.১১.২০০১
৩২ অধ্যাপক তোফায়েল আহমেদ ১৫.১১.২০০১ ০৭.০৮.২০০৩
৩৩ অধ্যাপক মো. ফজলুল হক ০৭.০৮.২০০৩ ২৯.০৯.২০০৩
৩৪ ২৯.০৯.২০০৩ ২৬.০৬.২০০৬
৩৫ অধ্যাপক সৈয়দ মাহবুবুল আলম ২০.০৬.২০০৬ ০১.০৩.২০০৭
৩৬ অধ্যাপক এম আবুল ফয়েজ ০১.০৩.২০০৭ ০৭.০১.২০০৮
৩৭ অধ্যাপক কাজী দীন মোহাম্মদ ১৭.০১.২০০৮ ০৯.০১.২০১৪
৩৮ অধ্যাপক মো. ইসমাইল খান ০৯.০১.২০১৪ ১৩.০৫.২০১৭
৩৯ অধ্যাপক শফিকুল আলম চৌধুরী (ভারপ্রাপ্ত) ১৩.০৫.২০১৭ ১৩.০৬.২০১৭
৪০ অধ্যাপক খান আবুল কালাম আজাদ ১৩.০৬.২০১৭ ৩১.১২.২০২০
৪১ অধ্যাপক মোঃ টিটো মিঞা ০১.০১.২০২১

আড়ও পড়ুনঃ
ফরিদপুর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ কোথায় অবস্থিত
রংপুর মেডিকেল কলেজ কোথায় অবস্থিত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক

এই কলেজের উপাচার্য হাসপাতালটির সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান এবং পুরো বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের প্রধান নির্বাহী। এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *