আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফরিদপুরের অন্যতম সরকারি মেডিকেল কলেজের মধ্য থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ সম্পর্কে। আলোচনা করব এটি কোথায় অবস্থিত। কিভাবে ঢাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে যাবেন এ নিয়ে বিস্তারিত।
শিক্ষা জাতির মেরুদণ্ড! সুধু মাত্র একটা ভালো ও উন্নত শিক্ষা ব্যবস্থায় পারে, একটা জাতিকে পরিবর্তন করতে। বিশ্ব বিখ্যাত সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট ( Samrat Napolian Bonaparte) বলেছেন “ তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও। (Give me an educated mother) আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেবো। (I will give you an educated nation. ”
বর্তমান দেশে প্রায় ৩৭ টি সরকারি মেডিকেল কলেজ ও ৯৬টি বেসরকারি কলেজ রয়েছে। এর মধ্য ঢাকা বিভাগে প্রায় ১০ টি সরকারি মেডিকেল কলেজ অবস্থিত। এছাড়াও দেশের অন্যান বিভাগ যেমনঃ- রাজশাহী বিভাগে ৫ টি সরকারি মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিভাগে ৬ টি সরকারি মেডিকেল কলেজ, ময়মনসিংহ বিভাগে ৩টি, খুলনা বিভাগে ৫ টি, রংপুর বিভাগে ৩ টি, সিলেট বিভাগে ৩ টি, এবং বরিশাল বিভাগে ২ টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ কোথায় অবস্থিত
ফরিদপুর শহরে অবস্থিত, কলেজ গুলোর মধ্যে অন্যতম একটি সরকারি কলেজ হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ। যার প্রাক্তন নাম ছিল ফরিদপুর মেডিকেল কলেজ। এটি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ নামে প্রসিদ্ধিলাভ করেছে। যেটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি সরকারি কলেজ। এখানে ৫ বছর মেয়াদি এমবিবিএস কোর্সে বর্তমানে ১৮০টি আসন রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
আছেন অধ্যাপক ডাঃ মো. মোস্তাফিজুর রহমান।
এটির বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৯০০ জন। কলেজটির অফিসিয়াল ওয়েবসাইট হলঃ www.bsmmc.edu.bd ২০১৭ সালের ১৫ এ জুন কলেজটির নতুন করে সকল কার্যক্রম চালু হয় এবং স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়।
আপনি চাইলে বাংলাদেশের যে কোন জেলা থেকে এই নান্দনিক কলেজটিতে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন। কলেজটির একপাশে নতুন করে নির্মাণ হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল। যেখানে প্রতিনিয়ত হাজার হাজার রোগী তাদের নানা সমস্যা নিয়ে ভিড় করেন।
এছাড়া কলেজটি অবকাঠামো এতটাই সুন্দর যে, প্রত্যেক দিন বিকেলে কলেজ ক্যাম্পাসে দেখা মিলে শতশত দর্শনার্থী। কলেজটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তাই বুঝাই যাচ্ছে শিক্ষা মানে অনেক বেশি উন্নত। তাই আপনি যদি চান খুব সহজে এখানে স্বল্প খরচে ভর্তি হয়ে আপনার কলেজ জীবনকে গড়ে তুলতে পারেন।
বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের (প্রস্তাবিত ফরিদপুর বিভাগ) একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল হল ফরিদপুর জেলা। উপজেলার সংখ্যানুসারে ফরিদপুর জেলাটি বাংলাদেশের একটি “A” শ্রেণীভুক্ত জেলা।
যেভাবে ঢাকা থেকে কলেজটাতে যেতে পারবেন
ঢাকা থেকে ফরিদপুর ১১৮ কিলোমিটার যেটি মানিকগঞ্জের ওপর দিয়ে সোজা গিয়ে মিলিত হয়েছে ফরিদপুরে। ফরিদপুর পৌঁছাতে সর্বউচ্চ ২-৩ ঘন্টা সময় লাগতে পারে। আপনেরা যারা ঢাকা থেকে ফরিদপুরে সকালের গাড়িতে যেতে ইচ্ছুক তারা চাইলে কমফোর্ট লাইন পরিবহন এর নন এসি টিকেট নিয়ে সরাসরি ফরিদপুর উদ্দেশ্যে রওনা হতে পারেন
যেটি সকাল 7 টা 45 মিনিটে ঢাকা থেকে ফরিদপুর কাউন্টার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ফরিদপুর কাউন্টারে এসে পৌঁছাতে সময় লাগে 9 টা 45 মিনিট। এছাড়াও ঢাকা টু ফরিদপুরে দুপুরে ও রাতে বিভিন্ন ধরনের বাস পাওয়া যায়। যেমনঃ গ্রীনলাইন বাস। গোল্ডেন লাইন বাস। শ্যামলী ট্রাভেলস। সাকুরা পরিবহন ইত্যাদি।
যেকোন বাসে ছড়ে খুব সহজে। ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে আসতে পারেন। কলেজটি মাওয়া-ভাঙ্গা মহাসড়কের পাশেই অবস্থিত।
আরও পড়ুনঃ রংপুর মেডিকেল কলেজ কোথায় অবস্থিত
One reply on “ফরিদপুর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ কোথায় অবস্থিত”
[…] পড়ুনঃ ফরিদপুর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল… রংপুর মেডিকেল কলেজ কোথায় […]