বাংলাদেশের বেসরকারি কোম্পানি গুলোর মধ্যে আমিন মোহাম্মদ গ্রুপ একটি। এই কোম্পানি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমিন মোহাম্মদ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘জুনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আমিন মোহাম্মদ গ্রুপ
পদের নাম: এক্সিকিউটিভ/ জুনিয়র এক্সিকিউটিভ – মার্কেটিং এবং সেলস।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কাজের অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মার্কেটিং ও সেলস এ কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসের কাজ, নেগশিয়েশন স্কিল ও উপস্থাপনার দক্ষতা থাকতে হবে। রিয়েল এস্টেট ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এছাড়াও কর্মীকে অবশ্যই পরিশ্রমী ও এনার্জেটিক হতে হবে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল: সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল এবং বছরে দুইবার উৎসব ভাতান। বিক্রয়ের ওপর ইনসেন্টিভ ও কাজের চমৎকার পরিবেশ পাবেন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট, ২০২২ পযন্ত।
সূত্র: বিডিজবস
আরও পড়তে পারেন:
- ন্যাশনাল পলিমা গ্রুপে নতুন নিয়োগ।
- এডিসন গ্রুপের অধিনে সিম্ফনি মোবাই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
- ওরিয়েন্টাল গ্রুপ এসএসসি পাসে চাকরির বিজ্ঞপ্তি
কোম্পানি তথ্যবলী:
Amin Mohammad Group( AMG) is a leading empire in the country with diversified portfolio in Real- estate. piecemeal from significant donation in Real- estate in the country over the time, Amin Mohammad has heavily concentrated in construction, structure, engineering, agro, dredging etc. Being involved into these, AMG is constantly successful in all major investment undertakings and is contributing significantly to the country’s profitable growth and sustainability through adaption of applicable business to business strategy.