Categories
বেসরকারি

ন্যাশনাল পলিমা গ্রুপে নতুন নিয়োগ। এইচএসসি পাসে চাকরি ৮জেলায়

বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার রয়েছে। তাই বেকার না থেকে এই ধরনের কোম্পানিতে যোগদান করুন। ন্যাশনাল পলিমা গ্রুপে নতুন নিয়োগ দিয়েছে এই কোম্পানি। আগ্রহীগনরা আবেদন করতে পারবেন। ন্যাশনাল পলিমার গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিক্রয় বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সেলস অফিসার।
পদের সংখ্যা: ৩০ জন।
আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শিক্ষার্থীদের আবেদন করার দরকার নেই।

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে হবে। চূড়ান্ত নিয়োগের পর নির্দিষ্ট কয়েকটি জেলেয় যোগদানের আগ্রহ থকতে হবে। নিচে সেই সব জেলা গুলো উল্লেখ করা হলোঃ- ঢাকা, গোপালগঞ্জ, নরসিংদী, নোয়াখালী, লক্ষীপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও সিলেট।

বেতন ও সুযোগ সুবিধা: ১৪০০০-১৫৫০০ টাকা। এছাড়াও কর্মদক্ষতার ভিত্তিতে বিক্রয় কমিশন, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা ও পদন্নোতির সুযোগ রয়েছে।

আবেদন করার নিয়ম: আগ্রহীপার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন এর ঠিকানা নিচে দেওয়া হলোঃ- এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ১৯ আগস্ট, ২০২২ পযন্ত।

কোম্পানি তথ্যবলী

ন্যাশনাল পলিমা গ্রুপে নতুন নিয়োগ
ন্যাশনাল পলিমা গ্রুপ

ন্যাশনাল পলিমার গ্রুপ Address: এনপলি হাউস, গ-৯৯/৩, প্রগতি স্বরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২।Webwww.nationalpolymer.net Business This is a public listed company engaged in uPVC pipe manufacturing over two decade with ISO 90012008 instrument.

আরও পড়তে পারতে পারেনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *