বাংলাদেশের এডিসন গ্রুপের অধিনে সিম্ফনি মোবাই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।
এডিসন গ্রুপের অধীন সিম্ফনি মোবাইল সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ৬ জেলায় সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেরিটরি সেলস অফিসার।
পদের সংখ্যা: নির্ধারিত নয়।
আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে অভিজ্ঞরা আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিষয়ে ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
পরিশ্রমী ও সেলস সংক্রান্ত কাজের মানসিকতা, যোগাযোগ দক্ষতা, নেগশিয়েশন করার সক্ষমতা থাকতে হবে।
আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে সিভি পাঠাতে হবে নিচের এই ঠিকানায় [email protected]
বেতন ও সুযোগ সুবিধা: আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। ইনসেন্টিভ, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুইবার উৎসব ভাতা, ট্রাভেল ও মোবাইল অ্যালায়েন্স।
আরও পড়ুনঃ ওরিয়েন্টাল গ্রুপ এসএসসি পাসে চাকরির বিজ্ঞপ্তি
আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট, ২০২২ পযন্ত।
কোম্পানির তথ্যবলীঃ
Symphony started its trip in 2008 when there were infrequently any other original players in the request. The strong communication requirements of the people encouraged the brand to originally set bottom in the request with bar phones. Smartphones were ultimately introduced in 2012 and it was extensively accepted and acclimated by the mass population of the country. Symphony gave millions of druggies their first taste of smart bias and this advancement brought about a revolutionary metamorphosis in education, trade & commerce, social networking and entertainment within and beyond the country.