Categories
মেডিসিন

মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা

আপনি হয়তো জেনে থাকবেন মুখের স্বাস্থ্য সার্বিক স্বাস্থ্যের ওপর শক্ত প্রভাব ফেলে। গবেষণা বলছে, মুখের মধ্যে যেকোনো রোগ (দাঁতে গর্ত, মাড়ি রোগ বা ক্ষত) পুষে রাখলে এবং তা সঠিক সময়ে চিকিৎসা না করালে পরবর্তীতে এটি শরীরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই কিছু বিষয় মেনে চললে দাঁতের এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। এসব বিষয়ের মাঝে মেডিপ্লাস টুথপেষ্ট ব্যবহার অন্যতম। আজ আমরা জানবো মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতাসহ এই টুথপেষ্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে। চলুন তবে দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক এবং জানা যাক এই মেডিপ্লাম টুথপেষ্টের ম্যাজিক কি!

মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা

একটু খেয়াল করে দেখবেন, সকালে উঠে যে জিনিসগুলির সবেচেয়ে বেশি প্রয়োজন পড়ে, তার মধ্যে অন্যতম হলো টুথপেস্ট। মূলত যার কল্যাণেই মহা মূল্যবান দাঁতগুলি সুস্থ থাকে সারাদিন। একটু চেষ্টা করলেই বাজারে হরেক রকমের টুথপেস্ট পেয়ে যেতে পারেন। কিন্তু আপনার দাঁতের জন্য কোন টুথপেষ্টটি আপনার জন্য পারফেক্ট তা কিভাবে বুঝবেন।

এক্ষেত্রে আপনাকে পুরোপুরি সাহায্য করতেই আমরা সাজেস্ট করবো মেডিপ্লাস টুথপেষ্ট। মূলত মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতার কারণে এটি সকলের কাছে বেশ জনপ্রিয়। যদি আপনি এই টুথপেষ্টটির নাম নতুন শুনে থাকেন তবে সবার আগে আপনার জেনে নেওয়া উচিত মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা সম্পর্কে। পরবর্তী এর ব্যবহার, কোম্পানি, দাম ইত্যাদি সম্পর্কে জানা প্রয়োজন।

মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা হিসেবে সবার আগে বলতে হয় এর দ্রুত কার্যকারিতা সম্পর্কে। সবচেয়ে বড় কথা হলো এই ভেজালের বাজারে মেডিপ্লাস টুথপেষ্ট একটি গুনগত মান সম্পন্ন এবং স্বাস্থ্যকর পণ্য। যা চোখ বুঝে যেকেউই ব্যবহার করতে পারে৷

সাধারণত দেখা যায় অনেক টুথপেষ্ট তৈরি করার সময় কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন ধরনের ভেজাল বা নিন্মমানের উপকরণ মিশিয়ে টুথপেষ্ট তৈরির কাজ সারে। এক্ষেত্রে আপনাকে লেভেলযুক্ত প্যাক দেখে তবেই এই মেডিপ্লাস টুথপেষ্টটি কিনতে হবে। নতুবা যেনো-তেনো উপকরণে তৈরি এবং কোয়ালিটি নেই এমন প্রোডাক্ট ব্যবহার করে মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা আশা করাটা বড্ড বোকামি হবে।

যারা হলদে দাঁতের জন্য পাবলিক প্লেসে গিয়ে চরম লজ্জাজনক পরিস্থিতিতে পড়ছেন তারা চাইলে এই মেডিপ্লাস টুথপেষ্টের সাহায্য নিতে পারেন। এটি বেশ উপযোগী একটি প্রোডাক্ট। যা আপনার দাঁতের হলদে দাগ দূর করতে সক্ষম।

এছাড়াও এই মেডিপ্লাস টুথপেষ্ট আপনার দাঁতকে মুক্তার মতো ঝকঝকে করতে সাহায্য করবে। সেই সাথে মুখের অবাঞ্ছিত দূর্গন্ধ দূর করতেও শতভাগ কাজে দিবে এই টুথপেষ্ট। সাশ্রয়ী মূল্যে এই প্রোডাক্টটি হাতের নাগালেই পাওয়ার ফলে ব্যবহার করতে গিয়ে কোনো বাঁধার সৃষ্টি হবে না।

মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বলতে হয় এটি ব্যবহারে খুব একটা বাড়তি শর্ত নেই। অর্থ্যাৎ আপনি যদি যেকোনো সাধারণ রোগে আক্রান্তও হোন, সে মুহূর্তেও ইজিলি এই টুথপেষ্ট ব্যবহার করে দাঁত পরিষ্কার করতে পারবেন। বলে রাখা ভালো এই টুথপেষ্টটি তৈরিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে পুদিনা পাতা। যা যেকোনো বয়সী ব্যাক্তির দাঁতের মাড়ি শক্তিশালী করতে সাহায্য করে৷

এছাড়াও এতে থাকা এলকোহল, ম্যাগনোলিয়া, আসারাম, অ্যাঞ্জেলিকা দহুরিকা, গ্লেডিতসিয়া সিনেনসিস ফ্রুক্টাস, থাইম, বোরাস, মেন্থল উপাদান আপনার দাঁতের যত্নে আরো বেশি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

কোন টুথপেস্ট দাঁতের জন্য ভালো?

মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা সম্পর্কে জানতে পেরে আপনি নিশ্চয় ইতিমধ্যেই বুঝে গেছেন কোন টুথপেষ্টটি আপনার দাঁতের জন্য পারফেক্ট! তবে মেডিপ্লাস টুথপেষ্ট ছাড়াও আরো বেশকিছু টুথপেষ্ট রয়েছে। যারা স্বভাবতই বা কোনো অজানা কারণে মেডিপ্লাস টুথপেষ্ট কালেক্ট করতে পারেননি বা পারছেন না তারা চাইলে অন্য প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমি একটি টুথপেষ্ট সাজেশন লিষ্ট দেওয়ার চেষ্টা করছি। আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন।

মেসওয়াক টুথপেষ্ট: আমরা অনেকেই হয়তো “ডাবোর” কোম্পানি চিনি। যা একটি সম্পূর্ণ হালাল কোম্পানি। কোয়ালিটি এবং ইসলামিক ব্যাপারের দিকে যারা খুবই সচেতন তারা এই মেসওয়াক টুথপেষ্ট ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা এই টুথপেস্ট ব্যবহারকারীর নিঃশ্বাস এর দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এবং মুখের চটচটে ভাব দূর করে ফ্রেশ ফিল করতে সাহায্য করে।

মেসওয়াক টুথপেষ্ট
মেসওয়াক টুথপেষ্ট

সেন্সোডেন টুথপেষ্ট: আপনি কি আপনার দাঁতের জন্য দাঁতের ত্রুটি এবং দাগের উপস্থিতি রোধ করা ছাড়াও ডেন্টাল এনামিলের সুরক্ষক হিসেবে কোনো টুথপেষ্ট ব্যবহার করতে চান? এক্ষেত্রে আপনাকে বেশ ভালো রেজাল্ট দিবে এই সেন্সোডেন টুথপেষ্ট। বলে রাখা ভালো এটি একটি মলম টাইপের টুথপেষ্ট। এটি দাঁত পরিষ্কার করার পাশাপাশি মুখের ভেতরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করতেও শতভাগ ভুমিকা পা

সেন্সোডেন টুথপেষ্ট
সেন্সোডেন টুথপেষ্ট

বিনাকা টুথপেষ্ট: পুরো বিশ্বে সেরা টুথপেষ্টের তালিকায় বিনাকা টুথপেষ্ট বর্তমানে ৪ নাম্বারে অবস্থান করছে। একটি গবেষণা বলছে দাঁতের অতিরিক্ত অ্যানামেলের যমদূত হলো এই বিনাকা টুথপেষ্ট। খাবারের পরে এটি ব্যবহার করলে খুব দ্রুত সময়ে পারফেক্ট আউটপুট পাওয়া যাবে।

বিনাকা টুথপেষ্ট
বিনাকা টুথপেষ্ট

পেপসোডেন্ট টুথপেষ্ট: পেপসোডেন্ট টুথপেষ্ট চিনে না এমন কোনো পাবলিকই মনে হয় বাংলাদেশে নেই। এটি একটি বেশ জনপ্রিয় ব্র্যান্ডের অথেনটিক প্রোডাক্ট। যা সাধারণত তৈরি করা হয় ভেষজ উপাদান সাসাফ্রাস গাছ থেকে। পাশাপাশি এই টুথপেষ্ট তৈরিতে ইরিয়াম নামক পদার্থ ব্যাবহার করা হয়। আপনি যদি মুখের মধ্যে আটকে থাকা জীবাণু দূর করে এবং দাঁতকে করে শক্তিশালী ও মজবুত করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই জনপ্রিয় পেপসোডেন্ট টুথপেষ্ট।

মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা জেনেও যারা অন্য কোনো টুথপেষ্টের উপর ক্রাশ খেয়ে বসে আছেন তারা চাইলে নিজের পছন্দের টুথপেষ্টটি ব্যবহার করতে পারেন। তবে তা কেনার আগে অবশ্যই উপরের সেরা ৫ টি টুথপেষ্ট লিষ্ট চেক করে নিবেন। নতুবা দাঁতের রোগ সারাতে গিয়ে দাঁতের ক্ষতি ডেকে আনার মতো চরম বোকামিতে পড়ে যাবেন।

মেডিপ্লাস টুথপেস্ট এর দাম

শুধু কি মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা সম্পর্কে জানলেই হবে? এর দাম সম্পর্কেও তো জেনে নিতে হবে। আগেই বলেছিলাম এই টুথপেষ্টটি উপকারের তুলনায় বেশ সাশ্রয়ী দামেই পাবেন আপনি। মেডিপ্লাস টুথপেষ্ট ৯০ গ্রাম ওজনের প্যাকটির দাম মাত্র ৯০ টাকা। আবার ১৪০ গ্রাম প্যাকের দাম বাংলাদেশী টাকায় মাত্র ১৩০ টাকা। আশা করি এই প্রাইজে মেডিপ্লাস টুথপেষ্ট কেনার মতো সিদ্ধান্ত নিতে আপনার খুব একটা ভাবতে হবে না। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ না করে দ্রুত প্রোডাক্ট কালেক্ট করে নেওয়া এবং তা ব্যবহার করা শুরু করে দেওয়া।
আরোও পড়ুনঃ জেনেনিন আমলকি প্লাস সিরাপ এর উপকারিতা সম্পর্কে

মেডিপ্লাস টুথপেস্ট কোন কোম্পানির?

এতোক্ষণে হয়তো এই কার্যকর টুথপেষ্ট কোন কোম্পানির সে সম্পর্কে জানার প্রতি আগ্রহ তৈরি হয়ে গেছে। যাই হোক…বলে রাখা ভালো মেডিপ্লাস টুথপেষ্ট হলো মেডিপ্লাস ডিএস টুথপেস্ট অ্যান্ডর্ডস বাংলাদেশ কোম্পানি কতৃক তৈরি করা একটি প্রোডাক্ট।
আরোও পড়ুনঃ জেনেনিন ই ক্যাপ এর উপকারিতা সম্পর্কে

পরিশেষেঃ মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা সম্পর্কে জানাতে গিয়ে চেষ্টা করেছি এ-সম্পর্কিত অন্যান্য তথ্যগুলিকে একসাথে করার। যাতে একটি সহজ এবং সাবলীল গাইডলাইন পেতে পারেন। আশা করি কিছুটা হলেও সফল হয়েছি। পরবর্তী আয়োজনের আমন্ত্রণ রইলো। ভালো থাকুন। সুন্দর হাসুন।

One reply on “মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা”

[…] সমস্ত ওষুধের মতো, মুকোসল ওপার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যদিও সবার সাথে এমন হয় না ।মুকোসল এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ত্বকের এলারজি, ছত্রাক বা অ্যাঞ্জিওনিউরোটিক শোথ, এপিগ্যাস্ট্রিক ব্যথা, পেট অতিরিক্ত ভরাট অনুভূতি। আরোও পড়ুনঃ মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *