Categories
বেসরকারি

আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশের সনাম ধন্য কোম্পানি আকিজ গ্রুপের অধীন, আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের হিসাব বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা।
পদের সংখ্যা: ৫০ জন।
আবেদন যোগ্যতা: হিসাব বিজ্ঞান বিষয়ে মাস্টার্স পাস।
পূর্বের অভিজ্ঞতা: যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
মাসিক বেতন: ২০,০০০ টাকা। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি সুবিধা রয়েছে।
আবেদন যেভাবে: আগ্রহীদের আবেদন করতে হবে www.akijbiri.com/career এই ঠিকানায় প্রবেশ করে।
আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট, ২০২২পযন্ত।

ভ্যাট সংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনঃ

কোম্পানির তথ্যবলীঃ

Akij Group is one of the largest Bangladeshi artificial empires. The diligence under this empire include fabrics, tobacco, food & libation, cement, pottery, printing and packaging, medicinals, consumer products etc.তথ্য সূত্রঃ- Wikipedia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *