বাংলাদেশের সনাম ধন্য কোম্পানি আকিজ গ্রুপের অধীন, আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের হিসাব বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: | হিসাবরক্ষণ কর্মকর্তা। |
পদের সংখ্যা: | ৫০ জন। |
আবেদন যোগ্যতা: | হিসাব বিজ্ঞান বিষয়ে মাস্টার্স পাস। |
পূর্বের অভিজ্ঞতা: | যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
কর্মস্থল: | বাংলাদেশের যেকোনো স্থান। |
মাসিক বেতন: | ২০,০০০ টাকা। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি সুবিধা রয়েছে। |
আবেদন যেভাবে: | আগ্রহীদের আবেদন করতে হবে www.akijbiri.com/career এই ঠিকানায় প্রবেশ করে। |
আবেদনের শেষ তারিখ: | ২৫ আগস্ট, ২০২২পযন্ত। |
ভ্যাট সংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনঃ
- মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি
- আরএফএল গ্রুপ ম্যানেজার পদে জনবল নিয়োগ
- আমিন মোহাম্মদ গ্রুপ এ জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
কোম্পানির তথ্যবলীঃ
Akij Group is one of the largest Bangladeshi artificial empires. The diligence under this empire include fabrics, tobacco, food & libation, cement, pottery, printing and packaging, medicinals, consumer products etc.তথ্য সূত্রঃ- Wikipedia